Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার ডিলার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়

চাঁদপুর সদর, চাঁদপুর।

ইউনিয়ন কৃষি পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন কমিটি  সভার কার্যবিবরণী

 

সভাপতি           :  মোঃ আব্দুল ছাত্তার রাড়ী, সভাপতি, ইউনিয়ন কৃষি পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন কমিটি, হানারচর

                         ইউনিয়ন, চাঁদপুর।

সভা সঞ্চালনা     :  কার্তিক চন্দ্র দাস, সদস্য সচিব, ইউনিয়ন কৃষি পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন কমিটি, হানারচর

                         ইউনিয়ন, চাঁদপুর।

তারিখ             :  ০৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, সকাল ১০.০০ ঘটিকা।

সভার স্থান        :   ইউপি সভাকক্ষ।

সভার উপস্থিতি  :  পরিশিষ্ট “ক”

 

সভায় উপস্থিত সদস্যবৃন্দঃ

ক্রমিক নং

নাম

পদবী

কমিটি পদবী

স্বাক্ষর

০১

আব্দুল ছাত্তার রাড়ী

ইউপি চেয়ারমান

সভাপতি

 

০২

রাশিদা বেগম

ইউপি মহিলা সদস্য

সদস্য

 

০৩

শামীমা বেগম

ইউপি মহিলা সদস্য

সদস্য

 

০৪

খুরশিদা বেগম

ইউপি মহিলা সদস্য

সদস্য

 

০৫

মোঃ আবুল বাসার দর্জি

ইউপি সদস্য

সদস্য

 

০৬

আবুল খায়ের ছৈয়াল

ইউপি সদস্য

সদস্য

 

০৭

হারুন অর রশিদ খান

ইউপি সদস্য

সদস্য

 

০৮

হালিম বেপারী

ইউপি সদস্য

সদস্য

 

০৯

দেলু বেপারী

ইউপি সদস্য

সদস্য

 

১০

আব্দুল বারেক তালুকদার

ইউপি সদস্য

সদস্য

 

১১

আবুল কালাম

ইউপি সদস্য

সদস্য

 

১২

অলিউল্লাহ মিজি

ইউপি সদস্য

সদস্য

 

১৩

আঃ কাদির মিজি

ইউপি সদস্য

সদস্য

 

১৪

ধীবাস চন্দ্র দাস

উপ-সহঃ কৃষি কর্মকর্তা

সদস্য

 

১৫

কার্ত্তিক চন্দ্র দাস

উপ-সহঃ কৃষি কর্মকর্তা

সদস্য সচিব

 

 

আলোচ্যসূচীঃ

 

১) বীজ ও সার সহায়তা প্রদান

২)  বিবিধ

সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি সদস্য সচিব কার্তিক চন্দ্র দাস কে অদ্যকার সভা সঞ্চালনার জন্য অনুরোধ জানান। অতঃপর সদস্য সচিব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা পরিচালনার কাজ আরম্ভ করেন।  এরপর আলোচনা শুরু হয়।

 

আলোচনা ও সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ

 

ক্রমিক নং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নে

 

০১

              সভাপতি সাহেব জানন যে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের স্বাক্ষরিত গত ০৬-১১-২০১৯ খ্রিঃ তারিখে প্রাপ্ত পত্র         ( স্মারক নং ১২.১৮.১৩২২.০৪০.০২.০০১.১৯ তাং ০৬-১১-২০১৯ খ্রিঃ ) মোতাবেক রবি ও খরিপ-১/২০১৯-২০ মৌসমে ভূট্রা, সরিষা, শীতকালীন মুগ ও গ্রীষ্মকালীন মুগ চাষে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের আলোচনার আহবান জানান। আলোচনায় সদস্য সচিব জনাব কার্তিক চন্দ্র দাস জানান যে, অত্র ইউনিয়নের নামে প্রনোদনা কর্মসূচীর আওতায় ভুট্রা ৩৫ জন, সরিষা ১০ জন, শীতকালীন মুগ ০৫ জন, গ্রাষ্মকালীন মুগ ০৫ জনসহ সর্বমোট ৫৫ জনের নামের বীজ ও সার পাওয়া গিয়াছে। তিনি উক্ত বরাদ্দ ওয়ার্ড ভিত্তিক বিভাজনের প্রস্তাবনা রাখেন  । এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

 

           বিস্তারিত আলোচনার পর প্রতি ওয়ার্ডে কমপক্ষে ৫ জন করে মোট ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের নামে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয় যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল।

ইউনিয়ন কৃষি পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন কমিটি

 

বিবিধ আলোচনায় আর কোন বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

                                                                                                           ( মোঃ আব্দুল ছাত্তার রাড়ী )

                                                                                                                                  সভাপতি

                                                                                                           ইউনিয়ন কৃষি পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন কমিটি

                                                                                                                  ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ

                                                                                                                          চাঁদপুর সদর, চাঁদপুর।

 

স্মারক নং – ১৩.২২.৫৮.২০১৯/১              তারিখঃ  ০৭-১১-২০১৯ খ্রিঃ

 

অনুলিপি সদয় অবগতির জন্য প্ররণ করা হলোঃ

 

১। উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর, চাঁদপুর।

২। সদস্য ………………………(সকল), ইউনিয়ন কৃষি পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন কমিটি, হানারচর ইউপি,

    চাঁদপুর সদর, চাঁদপুর।

৩। অফিস নথি।

 

 

                                                                                                           ( মোঃ আব্দুল ছাত্তার রাড়ী )

                                                                                                                                  সভাপতি

                                                                                                           ইউনিয়ন কৃষি পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন কমিটি

                                                                                                                  ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ

                                                                                                                          চাঁদপুর সদর, চাঁদপুর।