Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়

চাঁদপুর সদর, চাঁদপুর।

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের জুন/২০২ মাসের  সভার কার্যবিবরণী(অংশ বিশেষ)

 

সভাপতি           :  মোঃ আব্দুল ছাত্তার রাড়ী, চেয়ারম্যান, ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।

সভা সঞ্চালনা     :  মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, সচিব, ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।

তারিখ             :  ০২ জুন, বুধবার, সকাল  ১১.০০ ঘটিকা।

সভার স্থান        :   ইউপি সভাকক্ষ।

সভার উপস্থিতি  :  পরিশিষ্ট “ক”

 

সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি ইউপি সচিব জনাব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনকে অদ্যকার সভা সঞ্চালনার জন্য অনুরোধ জানান। অতঃপর ইউপি সচিব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা পরিচালনার কাজ আরম্ভ করেন। তিনি বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান। এতে কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর আলোচনা শুরু হয়।

 

আলোচনা ও সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ

ক্রমিক নং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নে

০৩

 

 

              ২য় দফা আলোচনায় , চেয়ারম্যান সাহেব জানান যে,  ১৩নং হানারচর  ইউনিয়নের জন্য গত ২০-০৫-২০২১ খ্রিঃ তারিখের ৪৬.০১৮.১৯৯.০৩.১২১.৫০৯.২০২০-৭০৩ পত্র মোতাবেক ২০২০-২০২১ অর্থ বছরে এলজিএসপি-৩ এর ২য় কিস্তির  ৩,৪৯,০৬৫/= টাকা বরাদ্দ হয়েছে। উক্ত বরাদ্দ এবং অব্যয়িত কিছু টাকাসহ মোট ৪,১৯,০৬৫/= টাবার বিপরীতে প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়। ২০২০-২০২১ অর্থ বছরে ওয়ার্ড সভার মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটি হইতে প্রাপ্ত অনুমোদিত প্রকল্প তালিকা হইতে  নিম্নলিখিত প্রকল্পসমূহ গত ১৫ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ তারিখের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির (UDCC) সভা এবং ইউনিয়ন পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক গৃহীত প্রকল্প হইতে  নিম্নলিখিত প্রকল্পসমূহ বাস্তবায়নের প্রস্তাব করেন।

           

১। ১নং ওয়ার্ড বারেক দর্জি বাড়ীতে গণল্যাট্রিন নির্মাণ।

২। ৪নং ওয়ার্ড রাজ্জাক বেপারী বাড়ীতে জনস্বার্থে ঘাটলা  

    নির্মাণ।

। ৮নং ওয়ার্ড রঞ্জিত সিংহ বাড়ীতে জনস্বার্থে ঘাটলা নির্মাণ।

 

উল্লেখিত ০৪ টি প্রকল্প সর্ব সম্মতিক্রমে গ্রহণ করা হয় এবং  ১নং প্রকল্পের জন্য  ১,৪০,০০০/= টাকা, ২নং প্রকল্পের জন্য ১,৫০,০০০/= টাকা এবং ৩নং প্রকল্পের জন্য ১,২৯,০৬৫/= নির্ধারন করা হয় যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল। প্রকল্পসমূহ বিজিসিসি সভায় অনুমোদনের জন্য প্রেরণের সিদ্ধান্ত হয়।

 

ওয়ার্ড  কমিটি

                           

বিবিধ আলোচনায় চেয়ারম্যান সাহেব ইউপি সদস্যদের মেধা ও দক্ষতার সহিত বিভিন্ন বিচারকার্য সম্পন্ন করা, বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সক্রিয় থাকার জন্য সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

           

পরিশেষে, সভাপতি সাহেব উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।                                                                                                              

                                                                                                                                                          চেয়ারম্যান

স্মারক নং – ১৩.২২.৫৮.২০২১/১২              তারিখঃ  ০২-০৬-২০২১ খ্রিঃ

অনুলিপি সদয় অবগতির জন্য প্ররণ করা হলোঃ

১। উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর, চাঁদপুর।

২। ইউপি সদস্য ………………………(সকল), হানারচর ইউপি, চাঁদপুর সদর, চাঁদপুর।

৩। অফিস নথি।

                                                                                                                                        চেয়ারম্যান

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়

চাঁদপুর সদর, চাঁদপুর।

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের বাজেট সভা /২০২১ মাসের  সভার কার্যবিবরণী

 

সভাপতি           :   মোঃ আব্দুল ছাত্তার রাড়ী, চেয়ারম্যান, ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।

সভা সঞ্চালনা     :  মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, সচিব, ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।

তারিখ             :  ২০ মে খ্রিঃ, বৃহস্পতিবার, সকাল ১০.০০ ঘটিকা।

সভার স্থান        :   ইউপি সভাকক্ষ।

সভার উপস্থিতি  :  পরিশিষ্ট “ক”

 

আলোচ্যসূচীঃ

১) ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট চুরান্ত অনুমোদন প্রসঙ্গে।

২) বিবিধ।

 

সভাপতি উপস্থিত সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ (রোকন) কে অদ্যকার সভা সঞ্চালনার জন্য অনুরোধ জানান। অতঃপর ইউপি সচিব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা পরিচালনার কাজ আরম্ভ করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তালাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্যদিয়ে  আলোচনা শুরু হয়।

 

আলোচনা ও সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ

ক্রমিক নং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নে

০১

        আলোচনায় চেয়ারম্যান সাহেব অত্র ইউপির  ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করে  উপস্থিত সবাইকে বাজেটের গুরুত্ব সর্ম্পকে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেন। তিনি বলেন একটি বাস্তবমুখী বাজেট জনস্বার্থের রক্ষাকবজ সরূপ। তিনি আরো জানান  যে, অত্র পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটের খসড়া কপি যথারীতি বিগত  ২১-০৪-২০২১ খ্রিঃ তারিখের বাজেট উন্মোক্ত সভায় সকল সদস্যগনকে দেওয়া হইয়াছে । উপস্থিত সদস্যগন নোটিশ ও খসড়া বাজেট প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। বাজেটটি (১,০৩,২০,০৪৫/=) যথারীতি জনস্বার্থে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারিকৃত বিধি মোতাবেক প্রনীত হওয়ায় চুরান্ত অনুমোদন দেয়ার প্রস্তাব করা হয়

      পরিষদের সকল সদস্যবৃন্দ ও এলাকার সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অত্র ইউপির ২০২১-২০২২ অর্থ বছরের ১,০৩,২০,০৪৫/=  টাকার ( এক কোটি তিন লক্ষ বিশ হাজার পয়তাল্লিশ টাকা ) বাজেট চুরান্ত অনুমোদন হয় যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউনিয়ন পরিষদ

  

উক্ত বাজেটকে একটি বাস্তব ও জন কল্যাণমুখী বাজেট বলে অভিহিত করেন। পরিশেষে, সভাপতি সাহেব উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

                                                                                                                                        চেয়ারম্যান

স্মারক নং – ১৩.২২.৫৮.২০২১/৯              তারিখঃ  ২০-০৫-২০২১ খ্রিঃ

 

অনুলিপি সদয় অবগতির জন্য প্ররণ করা হলোঃ

১। উপ-পরিচালক, স্থানীয় সরকার, চাঁদপুর।

২। ইউপি সদস্য ………………………(সকল), হানারচর ইউপি, চাঁদপুর সদর, চাঁদপুর।

৩। অফিস নথি।

 

 

 

 

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়

চাঁদপুর সদর, চাঁদপুর।

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের মে /২০২ মাসের বিশেষ সভার কার্যবিবরণী

 

সভাপতি           :  মোঃ আব্দুল ছাত্তার রাড়ী, চেয়ারম্যান, ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।

সভা সঞ্চালনা     :  মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, সচিব, ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।

তারিখ             :  ২০ মে ২০২১, বৃহস্পতিবার, বেলা ১১.০০ ঘটিকা।

সভার স্থান        :   ইউপি সভাকক্ষ।

সভার উপস্থিতি  :  পরিশিষ্ট “ক”

 

আলোচ্যসূচীঃ

১) বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

২) টিআর, বরাদ্দ দ্বারা প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন কমিটি গঠন।

৩) বিবিধ

সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি ইউপি সচিব জনাব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনকে অদ্যকার সভা সঞ্চালনার জন্য অনুরোধ জানান। অতঃপর ইউপি সচিব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা পরিচালনার কাজ আরম্ভ করেন। তিনি বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান। এতে কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর আলোচনা শুরু হয়।

 

আলোচনা ও সিদ্ধান্তসমূহ নিম্নরুপঃ

ক্র. নং

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়নে

 

০২

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩য় দফা আলোচনায় , চেয়ারম্যান সাহেব জানান যে, অদ্য ২০-০৫-২০২১ খ্রিঃ তারিখে পত্র নং ৫১.০১.১৩২২.০১৪.০১. ০০১. ২১-  ৭৭১(১৪)/, এর আলোকে  অত্র ইউনিয়নের জন্য উপজেলা হইতে ২০২০-২০২১ অর্থ বছরের ৪র্থ পর্যায়ে যথাক্রমে গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন  (টি,আর) ৯০,৫৪৮/= টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে ।  উক্ত বরাদ্ধের বিপরীতে ব্যপক আলোচনার পর যথাক্রমে নিম্ন লিখিত প্রকল্পটি প্রস্তাব করা হয়।

 

টিআর (নন-সোলার):

১। মন্তাজ উদ্দিন বেপারী বাড়ী হইতে ইয়াছিন খান বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

 

              আলোচনায় টিআর ও কাবিটা (নন-সোলার) প্রকল্পটির কাজ সম্পাদনের জন্য ৪নং ওয়ার্ড সদস্য জনাব হালিম বেপারী নিম্নলিখিত বাস্তবায়ন কমিটি প্রস্তাব করেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

প্রকল্পঃ মন্তাজ উদ্দিন বেপারী বাড়ী হইতে ইয়াছিন খান বাড়ী

         পর্যন্ত রাস্তা মেরামত।

 

নং

নাম

 

গ্রাম

পদবী

প্রকল্প পদবী

০১

আঃ হালিম বেপারী

গোবিন্দিয়া

ইউপি সদস্য

সভাপতি

০২

শামীমা বেগম

গোবিন্দিয়া

ইউপি সদস্য

সদস্য সচিব

০৩

জুয়েল ছৈয়াল

গোবিন্দিয়া

শিক্ষক

সদস্য

০৪

মাওঃ সফিকুল ইসলাম

গোবিন্দিয়া

ইমাম

সদস্য

০৫

সফি আলম খান

গোবিন্দিয়া

সমাজ সেবক

সদস্য

০৬

জাফর আলী চকিদার

গোবিন্দিয়া

সমাজ সেবক

সদস্য

০৭

বেবী বেগম

গোবিন্দিয়া

গণ্যমাণ্য

সদস্য

 

 

১নং প্রকল্পটি টিআর ৯০,৫৪৮/= টাকা (নন-সোলার) বরাদ্দ দ্বারা বাস্তবায়নের জন্য সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

           টিআর প্রকল্পটি বাস্তবানের জন্য প্রস্তবিত কমিটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হইল

 

 

 

 

 

 

 

প্রকল্প কমিটি

 

বিবিধ আলোচনায় চেয়ারম্যান সাহেব ইউপি সদস্যদের মেধা ও দক্ষতার সহিত বিভিন্ন বিচারকার্য সম্পন্ন করা, বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সক্রিয় থাকার জন্য সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে, সভাপতি সাহেব উপস্থিত সকলের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন। 

                                                                                                        

                                                                                                                 ( মোঃ আব্দুল ছাত্তার রাড়ী )

                                                                                                                                        চেয়ারম্যান

স্মারক নং – ১৩.২২.৫৮.২০২১/১২              তারিখঃ  ২০-০৫-২০২১ খ্রিঃ

অনুলিপি সদয় অবগতির জন্য প্ররণ করা হলোঃ

১। উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর, চাঁদপুর।

২। ইউপি সদস্য ………………………(সকল), হানারচর ইউপি, চাঁদপুর সদর, চাঁদপুর।

৩। অফিস নথি।

                                                                                                                 ( মোঃ আব্দুল ছাত্তার রাড়ী )

                                                                                                                                        চেয়ারম্যান

                                                                                                                         ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ

                                                                                                                                  চাঁদপুর সদর, চাঁদপুর।

 

 

 

১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের এপ্রিল /২০২ মাসের  সভার কার্যবিবরণী

সভাপতি         :   মোঃ আব্দুল ছাত্তার রাড়ী, সভাপতি, ১৩নং হানারচর ইউনিয়ন ভিজিএফ কমিটি, চাঁদপুর সদর, চাঁদপুর।

সভা সঞ্চালনা   :  মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, সদস্য সচিব, ১৩নং হানারচর ইউনিয়ন ভিজিএফ কমিটি, চাঁদপুর সদর,

তারিখ             :  ২৭ এপ্রিল, মঙ্গলবার, সকাল ৯.০০ ঘটিকা।

সভার স্থান        :   ইউপি সভাকক্ষ।

সভার উপস্থিতি  :  পরিশিষ্ট “ক”

 

আলোচ্যসূচীঃ

১) ৩৫৬ জন দুঃস্থ অসহায় লোকদের ভিজিএফ (ঈদুল ফিতর) নামের তালিকা প্রনয়ন।

২) ৫০০ জন দুঃস্থ অসহায় লোকদের ভিজিএফ (ঈদুল ফিতর) নামের তালিকা প্রনয়ন।

৩) বিবিধ

 

সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। তিনি সদস্য  সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন কে অদ্যকার সভা সঞ্চালনার জন্